নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস এর সংক্রামনকে একটি বৈশ্বিক প্রাদুর্ভাব হিসেবে ঘোষনা করেছে। দিন দিন এর প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্বের প্রায় দেশে। করোন ভাইরাসে বর্তমানে মানুষ আতংকিত হয়ে পড়েছে।
এছাড়া করোনা পরিস্থিতেতে বগুড়া জেলা লকডাউন এর কারণে মানবেতর জীবন যাপন করছে সমাজের নিম্ন আয়ের মানুষ।
তাদের কর্ম এবং অর্থ উপার্জন দুটোই বন্ধ হয়ে গেছে। ফলে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
ঠিক সেই সংকটময় মুহুর্তে নিজস্ব অর্থায়নে সমাজের এসব কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর স্বপন।
তার অর্থায়নে আজ বুধবার সকালে বনানীর পর্যটনে ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের নিকট কর্মহীনদের খাবার সামগ্রী তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু।
এসব খাবার সামগ্রী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাধ্যমে তৃনমূল কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌছেঁ দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন , ৯ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারন সম্পাদকগন। এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ইউনিট এবং সুজাবাদ দাখিল মাদ্রাসার সভাপতি সৈয়দ আহমেদ ফারুক।