নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুরের ফুলতলা এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের লকডাউন করা কয়েকটি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু তার নিজস্ব অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় ওই ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নারায়নগঞ্জের একটি ওষুধ কোম্পানির মেডিকেল রি-প্রেজেন্টেটিভ কয়েকদিন আগে তিনি শাজাহানপুর উপজেলার ফুলতলায় ভাড়া বাড়িতে আসেন। ২৮ এপ্রিল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরিক্ষায় তার পজেটিভ রেজাল্ট আসে। এরপর সে আত্মগোপনে চলে যায়। ২৯ এপ্রিল রাতে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে তাকে পাওয়া যায়।
ওই রাতেই ফুলতলা এলাকার ভাড়া বাসাসহ চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নিজ বাড়িতেই তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে সদর উপজেলা প্রশাসন।