বগুড়ার সকল ব্যবসায়ী ভাইয়েরা আমার সালাম ও নমস্কার নিবেন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রানঘাতি
করোনা ভাইরাস প্রতিরোধ ও বিস্তার ঠেকাতে আজ ২১ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪.০০ টা থেকে বগুড়া জেলা লক ডাউন করা হয়েছে।
এমন অবস্থায় ২২ এপ্রিল শনিবার থেকে শহরের ফতেহ আলী বাজার, রাজাবাজার, চাষি বাজার ও রেলওয়ে বাজারের সকল পাইকারি দোকান গুলো সকাল ১০ টা পর্যন্ত চলবে।
বর্তমানে আইন কলেজ থেকে নবাববাড়ি রোড পর্যন্ত যে অস্থায়ী খুচরা বাজারগুলো আছে এগুলো বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত চলবে। এবং শহরের অন্যান্য খুচরা বাজার যেমন, বকশি বাজার, কলোনি বাজার, কলেজ বাজার, খান্দার বাজার ইত্যাদি বাজার গুলো দুপুর ৩.৩০ টা পর্যন্ত চলবে।
সকল ব্যবসায়ী ভাইদের কাছে আবেদন আপনারা কেউ নির্ধারিত সময়ের বাহিরে দোকান খোলা রাখবেন না। আপনারা নিজেরা সচেতন হোন এবং এই দূর্দিনে অন্যদেরও সচেতন করতে সহায়তা করুন ।