মাঠে ফিরতে শুরু করেছে ফুটবল। ইউরোপের শীর্ষ লীগগুলোর মধ্যে সবার আগে মাঠে ফিরবে জার্মান বুন্দেসলিগা। সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই স্থগিত হওয়া লীগ শুরু তারিখ ১৬ই মে চূড়ান্ত করেছে জার্মান ফুটবল লীগ কর্তৃপক্ষ। এবার তাদের পথে হাঁটছে স্প্যানিশ লা লিগাও। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও লা লিগার অন্যতম দল লেগানেসের কোচ নিশ্চিত করেছেন, আগামী ২০শে জুন থেকে মাঠে গড়াবে লা লিগা।
লেগানেস কোচ হাভিয়ের আগুয়েরে বলেন, ‘আমি লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি, লীগ শুরু হবে ২০শে জুন, শেষ ২৬শে জুলাই। খেলা হবে সপ্তাহে চারদিন। শনি ও রবিবার এবং বুধ ও বৃহস্পতিবার।’
লা লিগায় বাকি আছে আর ১১ রাউন্ড। বুন্দেসলিগার মতো লা লিগার মৌসুমের বাকি সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
স্থগিত হওয়া মৌসুম দ্রুত শেষ করতে বদলি ফুটবলারের নিয়মে বদল এনেছে ফিফা। এখন থেকে তিনজনের বদলে পাঁচজন ফুটবলার বদল করতে পারবে প্রতিটি দল। আর নকআউট পর্বের ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ছয়জন ফুটবলার বদল করতে পারবে দলগুলো।