ক্রীড়া ডেস্ক: ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মুশফিকুর রহীমের। দলকে নের্তৃত্ব দিয়েছেন দীর্ঘ সময়। ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করে জিতিয়েছেন বহু ম্যাচ। উইকেটের পেছনে খুব বেশি সাফল্য হয়তো পাননি। সময়ের সেরা উইকেটরক্ষকদের তালিকায় সেরা পাঁচে থাকবেন নিশ্চিতভাবেই। দেশের তো বটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক জয়ের স্বাদ পেয়েছেন মুশফিক। সে তালিকায় মুশফিকের কাছে সেরা ২০০৭ বিশ্বকাপে তারকাখচিত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সে জয়টি।
শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলিদের ভারতের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে জয়সূচক রানটি এসেছিল মুশফিকের ব্যাট থেকে।
আজ ফেসবুক লাইভ আড্ডায় মুশফিক বলেন, ‘বেশ কয়েকটি জয়ই আছে। আল্লাহর অশেষ রহমতে এগুলোর অংশবিশেষ হতে পেরে খুবই ভালো লেগেছে। তবে সবার প্রথমে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়।’
ভারত-বধের ম্যাচটি কেন সবার আগে, মুশফিক সেই ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, ‘আমার প্রথম বিশ্বকাপ, প্রথম ম্যাচ, বিশেষ মুহূর্ত। ভারতে তখন সব কিংবদন্তি ক্রিকেটার- শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, জহির খান… সব বড় বড় খেলোয়াড়। তখন তাদের বিরুদ্ধে খেলাই স্বপ্ন ছিল। তাদেরকে হারানো, ফিফটি করা, উইনিং শট আমার ব্যাট থেকে- এটা অনেক বিশেষ কিছু।’
বাকি দুই স্মরণীয় জয়ের কথাও জানান মুশফিক। তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়টাও আমার কাছে অবিস্মরণীয়। আর তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা ম্যাচটি।’