স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শষ্যচিত্রে বঙ্গবন্ধু’ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বালেন্দা গ্রামে আলোচনা সফল করার লক্ষ্যে বগুড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুতি মুলক সভা করেছে।
বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম। যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল বারী আনজিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহিদ হোসেন পাশা, মেজবাহুল আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ, আরমান সরকার লিখন,মাসুদ আহমেদ, নাঈম খান, বিশাল শেখ, মিশু, সোহান, রাজিব, পারভেজ প্রমুখ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। বগুড়ায় আমরা তাঁর স্মরণে ‘শষ্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেস বুকে নাম লেখাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য যত রকম সহযোগী লাগবে আমরা করব।