স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুরে আয়েশা সিদ্দিকা (৬৫) নামের এক বিধবার মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (১২সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার ডোমনপুকুর গ্রামের নতুন পড়া থেকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত বিধবা আয়েশা সিদ্দিকা ওই এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী। দুই ছেলে এবং দুই মেয়ের জননী তিনি।
স্থানীয়রা জানান, দ্বিতল ভবন বিশিষ্ট বাড়িতে আয়েশা সিদ্দিকা একাই বসাবাস করতেন। সন্তানেরা সকলেই জেলার বাহিরে বসবাস করেন।
আজ শনিবার সকাল ৯টার দিকে এক এনজিও কর্মী কিস্তির টাকা আদায়ের জন্য আয়েশা সিদ্দিকাকে তার বাড়ির মুল ফটকে ডাকাডাকি করেন। কিন্তু অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি সন্দেহ হয়।
তখন ওই এনজিও কর্মীসহ এলাকার লোকজন মিলে পাশের বাড়ি থেকে আয়েশা সিদ্দিকার দেবর মোত্তালিবকে ডেকে আনেন। দেবর মোত্তালিব ফটকের তালা ভেঙ্গে ঘরে ঢুকে আয়েশা সিদ্দিকার মরদেহ দেখতে পান।
দেবর মোত্তলিব জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিতে তার ভাবি আয়েশা সিদ্দিকার শেষ দেখা হয়েছিল। এছাড়া তিনি ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
ঘটনাস্থলে আসা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সাম্মাক জানান, দেখে স্বাভাবিক মৃত্যু মনে হলো। তার পরও পরিবারের সদস্যরা যেহেতু জেলার বাহিরে আছেন। তাদের মতামতের উপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।