শাজাহানপুর (বগুড়া)
বগুড়ার শাজাহানপুরে মানিক দিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রবেশ গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় গেট নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
মানিকদিপার খ্যাতি ও মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখতে মাদ্রাসার সভাপতি আজফারুল হাবিব সুমনের ঐকান্তিক প্রচেষ্টার গেট নির্মান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, অত্র মাদ্রাসার সভাপতি দলিল লেখক আজফারুল হাবিব সুমন, সুপার আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আকবর আলী, প্রতিষ্ঠাতা মোস্তাফিজার রহমান, অভিভাবক সদস্য এনামুল হক, শিক্ষক প্রতিনিধি আফছার আলী, আড়িয়া উনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ১নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান, সমাজ সেবক আশরাফ আলী, আমজাত আলী, মোখলেছুর রহমান, সামস উদ্দিন, রেজাউল, দেলোয়ার হোসেন খাদেম, আব্দুস সামাদ, বেল্লাল, মনির উদ্দিন, সাইফুল ইসলাম,ফারুক হোসেন, হেলালসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।