স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুর উপজেলার শিক্ষানুরাগী আলহাজ্ব জয়নাল আবেদীন (অব: সেনা-সুবেদার) আর নেই।
সোমবার বিকেল তিনটার দিকে মাঝিড়া সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন।
৮০ বছর বয়সে বার্ধক্য জনিতসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে দুুই ছেলে দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি শাজাহানপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ওমর ফারুকের পিতা।
আগামিকাল মঙ্গলবার সকাল ১১টায় মাঝিড়া মহিসুন্নাহ মাদ্রাসায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মরহুম আবেদীন তার জীবদ্দশায় মাঝিড়া এলাকায় নিজস্ব অর্থায়নে প্রাইভেট আধুনিক শিক্ষালয়ের প্রতিষ্ঠা করেন। এতে সুবিধাবঞ্চিত থেকে শুরু করে সমাজের প্রত্যেক অবিভাবকের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছিল আবেদীন নামের শিক্ষা প্রতিষ্ঠানটি। সুশিক্ষার মাইল ফলক ছিল ওই প্রতিষ্ঠানটি।মহিছুন্নাহ মাদ্রাসাটির প্রতিষ্ঠা হয়েছে তার হাতেই। এছাড়া তিনি শাজাহনপুরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিবারের অবিভাবক ছিলেন। এরকম একজন সৎ ও নিষ্ঠাবান সমাজসেবককে হারনোর ক্ষতি কখনও পূরণ হবার নয়।
শাজাহনপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।