বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া বন্দরে নবনির্মিত অত্যাধুনিক ভবনে শুক্রবার থেকে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে প্রফেসর ক্লিনিক।
সকালে নবনির্মিত অত্যাধুনিক ভবনের উদ্বোধন করেন ক্লিনিকের সত্ত্বাধিকারী অধ্যক্ষ জাফর আলমগীরের বাবা আব্দুল গফুর ও মা মিসেস জহুরা বেগম।
এ উপলক্ষ্যে বাদ জুম্মা ক্লিনিক চত্বরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ। অধ্যক্ষ জাফর আলমগীরের সভাপতিত্বে এবং মিজানুর রহমান সোহেলের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এ্যাডোনিস বাবু তালুকদার, আর্কিটেক্ট সাইদুজ্জামান লেমন, সহকারি অধ্যাপক আব্দুল হাই মো: শাহিনুর ইসলাম প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় মুসল্লিগণ অংশ নেন।