মিজু আহম্মেদ, ভ্রাম্যমান প্রতিনিধি:
রবিবারে বগুড়া শাজাহানপুরে উপজেলার নিজ গ্রাম পারতেখুরে ঈদের আনন্দ ভাগাভাগির করার লক্ষে নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন মেজবাউল আলম মেছবা।
তিনি পেশায় শিক্ষক। এছড়াও তিনি রাজনীতি এবং সাংবাদিকতার সাথে যুক্ত ।
শেষ মূহুর্তে ঈদ সামগ্রী পেয়ে আনন্দে হাসলো অসহায় মানুষ । টানা লক ডাউন এর কারনে ঈদ করার মত তাদের ঘরে তেমন ঈদ সামগ্রীও ছিল না। ঈদ সামগ্রী না থাকার সংবাদ পেয়ে মেজবাউল আলম মেছবা অধর্শত অসহায় পরিবার এর মাঝে ঈদ সমাগ্রী হিসেবে লাচ্ছা, সেমাই, দুধ, চাল, চিনি ও রান্না করার জন্য কি কাঁচা সবজি তাদের হাতে তুলে দেন।