শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে আবারো দিনদুপুরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলা সদর মাঝিড়া বন্দরে করতোয়া ফার্মেসীতে এই চুরির ঘটনা ঘটে।
এই ঘটনার প্রায় চার মাস আগে শুক্রবার জুম্মা নামাজের সময় মাঝিড়া বন্দরে সূচি টেলিকম নামের মোবাইল ও বিকাশ এজেন্টের দোকানের সাটারের তালা কেটে ৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, সক্রিয় একটি চোর চক্র শুক্রবার জুম্মা নামাজের সময়টাকে বেছে নিয়েছে। পুলিশ প্রশাসন জোরালো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো ক্ষতির সম্মুখিন হতে হবে।
করতোয়া ফার্মেসীর মালিক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, শুক্রবার জুম্মা নামাজের জন্য দোকান বন্ধ করে বাড়িতে যান। বিকেল সাড়ে ৪টার দিকে দোকানে এসে দেখেন দোকানের টিনের চালা ও চালার নীচে রডের সেলিংয়ের খাঁচা কাটা। ড্রয়ের ভিতরে রাখা নগদ দুই লাখ টাকা এবং বিকাশ, রকেট ও ফ্লেক্সিলোডের মোবাইল সেট নাই। নগদ টাকা ও বিকাশ, রকেট এবং ফ্লেক্সিলোডের মোবাইলে থাকা ৫ লাখ টাকাসহ মোট ৭ লাখ টাকা চুরি হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, চোর চক্রকে ধরতে অভিযান অব্যহত রয়েছে।