শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
করোনায় আক্রান্ত বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের রোগমুক্তি কামনায় মাঝিড়া সার্বজনীন কালি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মন্দির কমিটি আয়োজিত এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এসময় মন্দির কমটিরি সভাপতি চত্তিরঞ্জন তরফদার, সদস্য ননী গোপাল শীল, দুলাল র্কমকার, অরুপ সাহা, অশোক র্বমণ, কবি নিরমল ঘোষ, রাখাল, উত্তম সাহা, অরুন র্কমকার প্রমুখ উপস্থতি ছিলেন। এছাড়াও মাঝিড়া ও এর আশপাশ এলাকা থেকে আগত ভক্তবৃন্দ অংশ নেন।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ থেকে সাধারণ মানুষকে রক্ষায় স্বাস্থ্যবিধি সম্পর্কিত লিফলেট ও মাস্ক বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা, নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়নে কাজ করছিলেন তিনি।