শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলার ইমাম, মোয়াজ্জেম,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন,আশেকপুর ইউনিয়ন পরিষদের ফিরোজ আলম,চোপিনগর ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান সহ উপজেলা বিভিন্ন মসজিদের ও ইমাম মোয়াজ্জেমবৃন্দ।