শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে শাকপালা পশ্চিম পাড়ার কবরস্থানের এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম নাহিদ। বয়স আনুমানিক ৩৫। তিনি ফুলতলার বাসিন্দা। নাহিদ পেশায় ঠিকাদারি ছিলেন বলে জানা গেছে।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯ টার পরে কোনো সময়ে এই ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি দেখছে।