শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
কৃষি প্রণোদনা কর্মসূচি ২০১৯-২০’র খরিপ-১ (২০২০-২১) এর আওতায় বগুড়ার শাজাহানপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছায়দুর রহমান এবং বিভিন্ন ব্লকে দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।