শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার বাদ জুম্মা বগুড়া শাজাহানপুরে সাজাপুর পূর্ব ও দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে ফলজ বৃক্ষ রোপণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সম্পাদক ইমাম হোসেন, ক্রিড়া সম্পাদক রুবেল মন্ডল, ঈদগাহ মাঠ কমিটির সভাপতি জহরুল ইসলাম খোকন, সাজাপুর পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,তানজিমুল মাদ্রাসার সভাপতি রুবেল হোসেন, ছাত্রলীগ নেতা নাজগীর হোসেন, গোলাম রব্বানী নিতান প্রমুখ।
বৃক্ষ রোপণের পূর্বে উপজেলা চেয়ারম্যান এডিপি’র অর্থায়নে সাজাপুর পূর্ব ও দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ফলক উম্মোচনের মধ্য দিয়ে উদ্ধোধন করেন।