শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নের বামুনিয়া খিয়ারপড়ায় জবর-দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে প্রভাবশালী আশাদুল ইসলামের বিরুদ্ধে।
এঘটনায় ওই এলাকার ভুক্তভোগী মো.রব্বানী বাদি হয়ে শাাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বামুনিয়া এলাকার দিনমজুর রব্বানী প্রায় দুই বছর পূর্বে প্রতিবেশি আশাদুলের নিকট দশমিক দুই শতাংশ জমি বিক্রিয় করেন। কিন্তু দশমিক ১শতাংশ জমি জবরদখল করে আশাদুল দশমিক ৩ শতাংশ জমিতে বাড়ি নির্মানের কাজ শুরু করেন। এতে কয়েক দফা ওই এক শত্াংশ জমি ফেরত চাইলে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখান আশাদুল। রব্বানী অভিযোগে আরও উল্লেখ করেছেন, কয়েকদিন আগে তার ভাই রাজ্জাকের টিন ভাঙ্গিয়া বাড়ি নির্মান করেন আশাদুল। এতে বাঁধা দিলে তার ভাই রাজ্জাককে মারপিট করেন।
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম জানান, আশাদুল জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মান করছেন। তার ভয়ে কেউ মুখ খুলতে চাননা। যে বিপক্ষে কথা বলবে তাকেই ভয়ভীতি প্রদান করেন আশাদুল।
এনিয়ে কথা বলার জন্য আশাদুলের সাথে মুঠোফোনে যোগাযোগ তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।