- শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় দোয়া চেয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন বিএনপির দু:সময়ের কান্ডারী মিজানুর রহমান মতিন কাজী। মঙ্গলবার দুপুরে গোহাইল স্কুল মাঠে মরণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক শ্রমজীবি মানুষ ও অসহায় দু:স্থদের হাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি খাদ্য সামগ্রী চাল,ডাল,আলু ও সাবান তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা নুর আলম, রনি, সোহেল রানা মজনু, আইয়ুব আলী, আব্দুল হান্নান প্রমুখ ।