শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে জিহাদ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
শুক্রবারার দুপুর আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী একালাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত জিহাদ (১৬) উপজেলার সাজাপুর গ্রামের উত্তরপাড়ার সাবদুল মিয়ার ছেলে। বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের এইচএসসির ১ম বর্ষের ছাত্র। আহত আল শাহরিয়ার (১৬) একই উপজেলার সুজাবাদ বালাপড়ার সামসুর রহমান মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত জিহাদ তার বন্ধু আল শাহারিয়ার মটোর সাইকেল যোগে শহরের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলে জিহাদের মৃত্যু হয়। এসময় আহত হন আল শাহারিয়ার। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান শাহারিয়ার। শঙ্কা মুক্ত তিনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন দূর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করে বলেন, দূর্ঘটনার ট্রাকটি আটক করা হয়েছে।