শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণের কারণে বগুড়া জেলা লগডাউন। সেই সঙ্গে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। এতে জেলা ও উপজেলার কয়েক হাজার পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এসব কর্মহীন পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু ।
হিউম্যান হলার শ্রমিক আব্দুল মালেক জানান, গাড়ির চাকা ঘুরলে আয় হয়, না ঘুরলে নেই।আমারা পরিবার নিয়ে খুব কষ্টে জীবন পার করছি। এখন পর্যন্ত সরকার থেকে কোনো রকমের সহযোগিতা পাইনি।চক্ষু লজ্জার কারণে হাত পেতে সাহায্য নিতে পারছিনা। আমাদের এমন কষ্টের সময় উপজেলা চেয়ারম্যান আমাদের ডেকে খাবার দিয়ে সহযোগিতা করলো। রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগত অর্থায়নে শাজাহানপুর উপজেলা অসহায় পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শাজাহানপুর উপজেলা পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, সাবেক ছাএলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুন্নবী তারেক, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক রুবেল, সদস্য শাহাদৎ হোসেন শ্রমিক লীগ নেতা মনির হোসেন প্রমুখ