শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন হওয়া প্রতিবন্ধিসহ ২’শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর।
নিজ অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ ৩য় ধাপে অসহায় পরিবার মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ।
সোমবার (৪ মে) দিনব্যাপী মাঝিড়া ইউনিয়ন ৯ টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি নুরুন্নবী তারেক,আওয়ামীলীগ নেতা আলম মেম্বার,মহিলা মেম্বার সুলতানা রাজিয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম ও শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের নেতা সেলিম রেজা, উপজেলা ছাএলীগের সহ সম্পাদক নাজগীর হোসেন,রায়হান প্রমুখ।
বাদশা আলমগীর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ ৩য় ধাপে নিজ অর্থায়নে ২ শত কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতারণ করছি।পাশাপাশি বিত্তবানদের এই দুর্যোগ সময়ে ত্রান সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।