স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুরে বিদেশি পিস্তল গুলিসহ ছাব্বির হোসেন(২১) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার ফুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে এতটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক যুবক ছাব্বির ফুলতলা এলাকার ইউনুস আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী সত্যতা নিশ্চিত বলেন, আটক যুবকের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।