বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে মেহেদি হাসান নামের একজন থ্রি -হুইলার (সিএনজি) মেকারের মৃত্যু হয়েছে। এনিয়ে দুইদিনে মৃতের সংখ্যা দাড়ালো ১১জনে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে মেহেদির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গত বরিবার রাতে উপজেলার রহিমাবাদ (বি-ব্লক) এলাকার বাসস্ট্যান্ডে রায়হান হোমিও হল নামের একটি হোমিও দোকান থেকে এলকোহল কিনে তা পান করেন।
রাতেই অসুস্থ্য হলে বাড়িতেই মেহেদি প্রাথমিক চিকিৎসা নেন। এতে অবস্থার অবনতি হলে আজ সকাল ৭টার দিকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
শাজাহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তদন্ত চলছে।
উল্লেখ্য গত রবিবার শহরের তিন মাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পার্শ্ববর্তী শাহীনের হোমিও দোকানে মদপান করে। এতে করে জেলার বিভিন্ন স্থানে ১০জনের মৃৃৃত্যু হয়েছে।