শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে নিয়মিত মামলার আসামীসহ পরোয়ানাভুক্ত মোট ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে দেয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত আসামীরা হলো, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফুলতলা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ইউপি সদস্য ও জামায়াত নেতা আবু বক্বর (৫৫), একই উপজেলার বৃ-কুষ্টিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে জাহিদুল হাসান (২০), খলিশাকান্দি গ্রামের রুস্তম আলীর ছেলে ফিরোজ আহমেদ (২১), ক্ষুদ্রকুষ্টিয়া নয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মানিক মিয়া (২৫), ডেমাজানী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হুমায়ন আহমেদ (২৮), খাদাস গ্রামের গণি মিয়ার ছেলে আকবর আলী (৫৫) ও তার স্ত্রী হাসনা বেগম (৪৫), সাজাপুর উত্তরপাড়ার আব্দুল আজিজের ছেলে রুস্তম আলী (৪০) এবং নিয়মিত মামলার আসামী হলেন, পাবনা জেলার বেড়া উপজেলার জগন্নাথপুর পুর্বপাড়া গ্রামের আরজান মন্ডলের ছেলে বেলাল মন্ডল (৩৫)।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে ৮জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। একজন নিয়মিত মামলার আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।