শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুর উপজেলা পরিষদের উদ্যোগে শীতে করোনা থেকে মুক্তি জন্য মুক্তিযোদ্ধা মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ সেমিনাররুমে ১১২ জন মুক্তিযোদ্ধা মাঝে পিপিই বিতরণ কর হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান ছান্নু বলেন, শীতে করোনার প্রকোপ ঠেকাতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই সময়ে করোনার পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, মুক্তিযোদ্ধাদের করোনাভাইরাস থেকে মুক্তি জন্য উপজেলা পরিষদ থেকে পার্সোলান প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) উপহার হিসেবে দেওয়া হচ্ছে।