শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় (এডিপি) এর অর্থায়নে রাস্তায় ইট সোলিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে আড়িয়া ইউনিয়নে মানিকদিপা উত্তরপাড়ায় রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুন মাষ্টার, আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এস এম বাকি বিল্লাহ, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছেদ, ১নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন সরকার সহ এলাকার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন আলী, মোস্তফা কামাল মনা, ফারহান টিটু, আনছার আলী, শামীম, রেজাউল করিম, মেরাজুল ইসলাম, মোরশেদ,আব্দুল বাছেদ রঞ্জু, যুবলীগ নেতা আফসারুল হাবীব সুমন, আবুল কালাম, আয়তুল্লাহ নূরী প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। সেলক্ষ্যে আপনারা সব সময় সচেতন থাকুন ও সুস্থ্য থাকুন। আমরা সর্বদায় যেকোন সমস্যায় আপনাদের সেবায় নিয়োজিত আছি।