বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশির লাঠির আঘাতে সাইফুল ইসলাম(৪৫) নামের রিকশা-ভ্যান চালককে খুন হয়েছেন। ঘটনায় জড়িত জব্বার নামের একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
সোমবার (২১সেপ্টেম্বর) সকালে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইফুল উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের কোরবান আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত জব্বার হোসেন (৩৫) একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানান, গত ১৪ সেপ্টেম্বর সাইফুল তার রিকশা-ভ্যানটি প্রতিবেশি জব্বার হোসনের বাড়ির সামনে রেখে ধোয়ামোছা করছিল। এতে জব্বার বাধাঁ দেয়। কারণ ধোয়ামোছার পানি বাড়ির সামনে কাঁদা হচ্ছিল। এনিয়ে জব্বার আর সাইফলের মধ্যে কথাকাটির একপর্যায় জব্বারে লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় সাইফুলকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে সাইফুলের মৃত্যু হয়।
এই হত্যাকান্ডে জড়িত জব্বার হোসেনকে তার নিজ বাড়ি থেকে আজ সোমবার দুপুরে গ্রেপ্তার করেছেন পুলিশ।
এঘটনায় আরও তিনজনকে আসামি করেছেন নিহতের পরিবার।
মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ আল মামুন জানান, মারামারির দিনই মামলা হয়েছে। তবে সাইফুল মারা যাওয়ায় হত্যাকাণ্ড মামলায় অন্তভুক্ত হয়েছে। ঘটনায় জড়িত মুল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তুচ্ছ ঘটনায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।