শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে করোনাভাইরাসের প্রভাবে গৃহবন্দি পরিবারের শিশুদের খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১মার্চ) দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের উমরদীঘি এলাকায় এই শিশুখাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন, সেনা কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, প্রকল্প কর্মকর্তা সামছুন্নাহার শিউলী, প্রাণী সম্পদ কর্মকর্তা নারগিস খানম, খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল ফকির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু, ইউপি সদস্য দিলবর হোসেন, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, পরিষদ সচিব এনামুল হক প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন, করোনার কারণে ঘর থেকে বের হতে না পারা অসহায় পরিবারের কোনো শিশু যাতে অভুক্ত না থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শিশুখাদ্য বিতরণ শুরু হয়েছে। উপজেলার মোট ১৮০টি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে এই শিশু খাদ্য বিতরণ করা হবে।