জাতীয় শ্রমিকলীগ শাহজাহানপুর উপজেলা শাখা র সাবেক সাঃধারন সম্পাদক জনাব মোঃ ইউনুছ আলী সোনার তার নিজ অথয়ানে সাধারন মানুষ ও শ্রমিকলীগ নেতাদের মাঝে মাস্ক বিতারন করেন। এসময় ছিলেন সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী,আজিজুর রহমান, মোক্তার হোসেন,রাজ্জাক, এনামুল হক দিপু,ছাইফুল ইসলাম, মুকুল হোসেন, মিন্টু মিয়া, রফিকুল ইসলাম অপি, সায়দালী, কাসেম, মোঃশাহিন আলম, সাবেক সাবেক ছাত্র নেতা সেলিমুজ্জান সেলিম।