স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসী গ্যাং এর দুই সদস্যকে বার্মিজ চাকুসহ আটক করেছে থানা পুলিশ।
গতকাল ৩০ মার্চ (বুধবার) রাত ১০টার দিকে উপজেলার দুবলাগাড়ি ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলী (৩২), অপরজন একই এলাকার নুর আলমের ছেলে নাঈম হোসেন(২১)।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশি চেকপোস্ট চলাকালীন সময় কালো রংয়ের ১৫০ সিসি পালসার মটোরসাইকেলের আরোহী ইদ্রিস এবং নাঈমের দেহ তল্লাশি করা হয়। এসময় ইদ্রিসের কোমর থেকে বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটি খোলা অবস্থায় ১০ইঞ্চি হবে। পরে তাদের আটক করে থানা হেফাজতে আনা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দৃষ্টি২৪ ডটকমকে বলেন, আটককৃতরা সন্ত্রাসী সংগঠনের সদস্য। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামালা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।