নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরেও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আলমগীর হোসেন, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, রুবেল সরকার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রউফ,ওহাবুজ্জামান নাঈম,শান্ত, মুন্না,জিয়াবাবু, ফিরোজ, তৌহিদ, আতিকুর রহমান, বুলবুল আহমেদ, ছাত্রলীগ নেতা আসিব,গাউজ, মোরশেদ প্রমুখ।