শাজাহনপুর প্রতিনিধি:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৬ আগষ্ট দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়মীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ,কে,এম আসাদুর রহমান দুলু।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি আলমগীর হোসেন,রুবেল সরকার,যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল,সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মিন্টু মিয়া।
এছাড়া উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।