রাকিবুল ইসলাম,ধুনট বগুড়া:
বগুড়ার শাজাহান পুর উপজেলার আমরুল ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলেক্ষে দুঃস্থ ও গরীব অসহায়দের মাঝে ১০ কেজি করে ১৬শ ৬৮টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতারণ করা হয়েছে। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে ।
মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাউল বিতরণ উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল ।
এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ট্যাগ অফিসার শাহজাহান রেজা, ইউপি সচিব রেজাউল করিম, ইউপি সদস্য মোছাঃরওশনারা,মোছাঃনিলুফা খাতুন,মোঃআব্দর রশীদ, মোঃমতিউর রহমান, মোঃ ওবাইদুর রহমান,মোঃ জাহিদুল রহমান,(উজ্জল) মোঃমোজাহেদুর রহমান,শাহিনুর রহমান প্রাং প্রমুখ।