শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু ।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে হিজড়াদের মাঝে এসবখাদ্য সামগ্রী তুলে দেওয়া দেন ।
জনপ্রতি আট কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, আধা লিটার তেল, এক কেজি লবণ এবং সাবান দেওয়া হয় ।
খাবার সামগ্রী পাওয়া স্বপ্না জানান, আমরা ১৫ থেকে ২০ জন ট্রান্স জেন্ডার ও হিজড়া বোন একসাথে থাকি। আমাদের মধ্যে অনেকে হোটেলে কাজ করে বেশ কয়দিন হলে হোটেল বন্ধ , নাচ-গান, বিয়ে বন্ধ ফলে আমারা গৃহবন্দী আছি। আমাদের খাবারের যোগান প্রায় শেষ মুহূর্তে এমন সময় চেয়ারম্যান কাছ থেকে যে খাবার পেলাম তা অন্তত আমাদের ১৫ দিন চলে যাবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু বলেন, করোনা ভাইরাস প্রভাবে ফলে সাধারণ জনগণ যেখানে অচল হয়ে পড়েছে সেখানে হিজড়া,লিঙ্গ বৈচিত্র্যময় মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। আমাদের উচিৎ দুর্দিনে অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাড়ানো।