শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ এবং নিম্নি আয়ের দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘ কর্তৃক চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে ‘আনন্দ উদযাপন’ অনুষ্ঠান রোববার বিকেলে থানা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে কেক কর্তন, টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ভাষণ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন। এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকরি পুলিশ সুপার অতনু সরকার, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌর গোপাল গোস্বামী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হযরত আলী, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু।
এস.আই ওহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া, স্থানীয় গণমাধ্যম কর্মি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ।