দৃষ্টি২৪ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। কিছুটা পর্যবেক্ষণে রেখে আগামি সপ্তাহেই চালু হচ্ছে দেশটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সোমবার এ ঘোষণা দিয়েছেন।
মিডল ইস্ট মনিটরের খবরে জানানো হয়েছে, গত মাসের মাঝামাঝি সময়ে অনির্দিষ্ট কালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। কোভিড নাইন্টিনের প্রকোপ থেকে বাঁচতে ও এর বিস্তার ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে দেশটি মনে করছে মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা। অর্থনৈতিক কার্যক্রম এখনো বন্ধ রয়েছে দেশটিতে। বেকারত্ব বেড়েছে শতকরা ২৭ ভাগ।
তবে আস্তে আস্তে পুরোদমে ফিরতে শুরু করেছে ইসরায়েল।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রোববার থেকে প্রাথমিক স্কুলগুলোতে ক্লাস শুরু হতে যাচ্ছে। তবে ক্লাসে ১৫ জনের বেশি উপস্থিত থাকবে না বলেও জানানো হয়। এরসঙ্গে খুলছে কিন্ডারগার্টেন ও নার্সারিও। এরপর আস্তে আস্তে অবস্থা স্বাভাবিক করে আনা হবে।