বগুড়ার শেরপুর উপজেলার মধ্যপাড়ার ব্যবসায়ী ফরিদুল ইসলামকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় এ রহস্য উন্মোচন হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। ছোট ভাই ভাবি ভাতিজা মিলে তাকে হত্যা করেছে। জমিজমা ও পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে কে হত্যা করেছে বলে স্বীকার করেছে ।
আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে শেরপুর এর আটাপাড়া আব্দুল মান্নানের ছেলে ওমর ফারুক ইটালির দুলাল হোসেনের ছেলে ফারুক আহমেদ একই গ্রামের রসূল প্রামাণিকের ছেলে আব্দুর রাজ্জাক কেরামত আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া ও তার স্ত্রী স্বপ্না খাতুন। পুলিশ জানায় গেল পাঁচই জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়িতে হত্যার শিকার হন ব্যবসায়ী ফরিদুল ইসলাম। তিনি স্থানীয় বাজারে সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। বসত বাড়ির জমি ও তিন লক্ষাধিক টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।