নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাংগঠনিক টিমের কাছে ফরম হস্তান্তর করেছেন ছাত্রদল নেতা হাবিবুর রশিদ সন্ধান।
ফরম হস্তান্তর পুর্ব এক সংক্ষিপ্ত বক্তব্য সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা হাবিবুর রশিদ সন্ধান বলেন, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম যে, লক্ষ্য আর আদর্শ নিয়ে ছাত্রদল গঠন করেছিলেন, ঠিক সেই ধারাবাহিকতা বজায়,রাখতে এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের গৌরবজ্জ্যল দিন ফিরিয়ে আনতে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান হাল ধরেছেন। আমরা আশা করি আগামী নেতৃত্বে ত্যাগী ও দল প্রেমী নেতৃত্বের মধ্যে দিয়ে রাজনীতি আরও বেগবান ও গতিশীল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি গতিশীল হবে।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতা রাগিব ইয়াসার মানিক, মোশারফ হোসেন, সাজু আহম্মেদ রবি। হস্তান্তর কালে আরও উপস্থিত ছিলেন, আজিজুল হক কলেজের ছাত্রদল নেতা অনিক আহমেদ অর্ক,সিয়াম, রাহুল রাহিন,ইয়াসিন, অনিক,নিরব, সজল প্রমুখ।