ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর গ্রেফতারের প্রতিবাদে তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে রোববার বেলা ১১টায় শহরের সাতমাথায় মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকার কারনেই রুহুল আমিন গাজীকে সরকারের ইশারায় গ্রেফতার করা হয়েছে। উচ্চ আদালতে স্থায়ী জামিন থাকার পরও একটি মিথ্যা মামলায় একজন বীর মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানো হয়েছে। সরকার রুহুল আমিন গাজীকে কারারুদ্ধ করে সাংবাদিক সমাজের প্রতিবাদী কন্ঠ স্তব্ধ করতে চায়। কিন্তু সরকারের সেই স্বপ্ন পূরণ হবেনা। দেশের সচেতন সাংবাদিক সমাজ কারো ভয়ে ভীত নয়। তারা রাজপথ ছাড়বেনা। গণমানুষের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য সাংবাদিকদের লড়াই চলবে। বক্তারা অবিলম্বে রুহুল আমিন গাজীকে মুক্তি দেয়ার জোর দাবী জানান।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মির্জা সেলিম রেজার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, মাহফুজ মন্ডল প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এস.এম আবু সাঈদ, ইউনুস আলী, সুমন সরদার, ফেরদৌসুর রহমান, ইনছান আলী, প্রতীক ওমর, আব্দুল ওয়াহাব, হাবিবুর রহমান আকন্দ, মমিনুর রশিদ সাইন, মোস্তফা মোঘল, এস এম সিরাজ, ইকবাল হোসেন, আকরাম বিন হামিদ, সানাউল হক শুভ সহ সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যবৃন্দ।