নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া শহরে অযথা বেড়ানো রোধ করতে প্রতিদিনই হিমসিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
নিজের জিবনের ঝুকিঁ নিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে রাতদিন মাঠে তারা।
তারপরও সামাজিক দূরত্বের বিঘ্ন ঘটেই চলছে।
অবশেষে আজ রোববার সামাজিক দূরত্ব বিঘ্নের অপরাধে বগুড়ার সাতমাথায় আধা ঘন্টা রোদের মধ্যে বসে রাখে ব্যাতিক্রমী শাস্তি দিয়েছেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছে বগুড়া শহর বাসি। এই অভিযানের নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান।
তার এই অভিযানকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মন্তব্য করছেন সচেনমহল।