সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবড়ী ইউনিয়নে হারাখাল বিলে শনিবার দুপুরে ৫০ কেজি ধানী মাছের পোনা ছেড়ে মাছ চাষের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের বগুড়া জেলা সভাপতি মো. সাজেদুর রহমান সুজন।
এসময় উপস্থিত ছিলেন, হারাখাল-বিলের জমির মালিক মোঃ আকবর আলি, মোঃ নান্নু ফকির, কাসেম, অজুদ ফকির, মানিক ফকির, নজরুল ইসলাম, রেজাউল করিম, লেখক মন্ডল, বদু হাজী, দৌলত জামান, আনিস, জহুরুল, আমিনুল, ছালাম বেগম, আমেনা বেগম, বেশি বেগম, শিউলি, রেখা বেগম সহ ২৭জন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ।