আশরাফুল ইসলাম সুমন সিংড়া.(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে থাকা কর্মহীন হয়ে পড়া প্রান্তিক ও নিম্ন আয়ের ৮০ জন মানুষের মাঝে ১৫ কেজি করে সরকারী বরাদ্ধ কৃত চাউল বিতরণ করা হয়েছে।
উপজেলার শুকাশ ইউনিয়নের ৯ টি ওর্য়াডে এই চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু। এসময় উপস্থিত ছিলেন শুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আলহাজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিংড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন প্রমূখ।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে এই বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।