আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
সিংড়ায় আজ দুপুরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
সকালে উপজেলার ইটালি ইউনিয়নের তিসিখালি মাজারের পশ্চিপার্শ্বে বিলে মাছ ধরতে গিয়ে লোকজন লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা সিংড়া থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানার এস আই আমিরুল ইসলাম লাশটি উদ্ধার করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, লাশটির পরিচয় জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। পুলিশের ধারণা কয়েকদিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।