আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের নিকট আশা এনজিও’র পক্ষ থেকে ২০০ প্যাকেটের ৮০ মণ খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে করোনা পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য আশার নিজস্ব অর্থায়নে এই খাদ্য সহায়তা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু’র নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আশার নাটোর ডিষ্ট্রিক ম্যানেজার মোঃ তায়জুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মোঃ ছাইদুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার এস এম মাহবুবুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মজনু মিয়া, এ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ লিটার তৈল, ২ কেজি আলু ও ১ কেজি লবন।