আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
নাটোরের সিংড়ায় মঙ্গলবার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন আইসিটি পার্ক এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মাহমুদ হাসান তুষার (৩৭) নামে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিহত মাহমুদ হাসান তুষার নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকার এবাদত আলী সাকিদারের ছেলে বিষয়টি নিশ্চিত করেছে সিংড়া থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নাটোর গামী ট্রাকের সাথে সিংড়াগামী একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিন সিএনজি যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয় তুষারের। সিংড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তুষার নামে এক দোকান কর্মচারি নিহত হয়েছে।
তিনি সিংড়া রোগমুক্তি ফার্মেসীতে চাকুরী করতেন ঘাতক ট্রাক পালিয়ে গেছে।