আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দ্বিতলা বিশিষ্ট পরিবার পরিকল্পনা ভবন।
সুকাশ ইউনিয়নের পরিবার পরিকল্পনা এই ভবনটি দীর্ঘ দিন যাবত জরাজীর্ণ অবস্থায় ছিলো। যার কারণে সু্কাশ ইউনিয়নের প্রায় ৫২ টি গ্রামের মানুষ ছিলো অনেকটাই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত।
ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকে সেখানে নিয়মিত কোন ডাক্তার ছিলো না। যার কারনে সুকাশ ইউনিয়নবাসী ছিলো স্বাস্হ্য সেবা থেকে অনেকটাই বঞ্চিত। সুকাশ ইউনিয়ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সিংড়া উপজেলা হাসপাতালে গেলেই মিলত চিকিৎসা সেবা ৷
স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এলাকার সাধারণ জনগণ বলেন,
পরিবার পরিকল্পনা ভবনটির কাজ শুরু হওয়ায় তারা অনেকটাই আনন্দিত। ইউনিয়নের মানুষ এখন নিয়মিত স্বাস্থ্য সেবা পাবে, এবং প্রতিনিয়ত চিকিৎসা নিতে পারবে।
এজন্য তারা মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত বলেন, সুকাশ ইউনিয়নের এই পরিবার পরিকল্পনা নতুন ভবনটি ছিলো মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলকের নির্বাচনী প্রতিশ্রুতি পুরণ করার জন্য তিনি কৃতজ্ঞ।