সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ‘খাবার আমার একার নয়, ক্ষুধাকে এবার করব জয়।
এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে দেশব্যাপী ৬০ হাজার পরিবারকে ৪ মাস পর্যন্ত খাদ্য সহায়তার অংশ হিসেবে আজ থেকে একসাথে যুক্ত হচ্ছে ১০০ অসহায় পরিবার। যাদের প্রত্যেকের মুখে মুখে আজ হাসির বান বইছে।
সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বেছে নেওয়া হয়েছে হতদরিদ্র ও নিম্ন আয়ের ১০০ পরিবার।
“নিয়েছি দায়িত্ব ১০০ পরিবারের” অংশ হিসেবে সিংড়াতে হতদরিদ্র এক পরিবারের আগামী ৪ মাসের দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম।তার অংশ হিসাবে এক মাসের খাদ্য সামগ্রী পৌছে দেয় সিংড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব পাড়া মহল্লার করোনায় কর্মহীন হয়ে পরা মোঃ আরিফুল ইসলামের ৪ সদস্যের পরিবারের হাতে সিংড়ার বিডি ক্নিন ইউনিট।
‘বিডি ক্লিন সিংড়া’ এর এক দল তরুণ পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছেন। করোনা মহামারী সময়ে তারা জীবাণু নাসক স্প্রে থেকে শুরু করে খাবার পৌছে দেওয়া পর্যন্ত বিভিন্ন সেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছেন। সেচ্ছাসেবী হিসেবে সক্রিয় রয়েছেন সজীব, ফয়সাল, নিলয়, তামিম, জিসান, মসাদেক, এনামুল, রাহি, আকাশসহ আরও অনেকে।
সিনিয়র সদস্য হিসাবে সহযোগিতা করছেন রাজু আহমেদ, মির্জা শাফি কালাম।