আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
মহামারী করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মেনে মসজিদে ঈদের নামাজ পড়ার আহবান জানিয়েছেন নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান মন্ত্রীর প্রদত্ত মসজিদে অনুদান বিতরণ কালে সভাপতির স্বাগতিক বক্তব্যে উপস্থিত মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি এই আহবান জানান তিনি।
নির্বাহী অফিসার আরও বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে।
সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলবেন। সমাজিক দুরত্ব বজায় রেখে সবাই নামায আদায় করবেন। নিজে সুস্থ্য থাকবনে অন্যকেও সুস্থ্য রাখবেন।
এসময় সিংড়া পৌরসভার ৫৮ টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রতিটি মসজিদের অনকুলে ৫ হাজার টাকার অনুদান চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড জুনাইদ আহমেদ পলক এমপি।