আশরাফুল ইসলাম সুমন, সিংড়াঃ
রবিবার (১৯ এপ্রিল) নাটোরের সিংড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পিপিই প্রদান করেন দীপ মেডিকেল সার্ভিসেস এর সত্বধিকারী ডাঃ ফারজানা রহমান দৃষ্টি।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের পক্ষে অর্থ সম্পাদক ও আনন্দ টিভি সিংড়া উপজেলা প্রতিনিধি সৌরভ সোহরাব, প্রেসক্লাবের সদস্য সেলিম হোসেন।
ডাঃ ফারজানা রহমান দৃষ্টি কলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, করোনাভাইরাস জীবন আরো ঝুঁকিপূর্ণ। তাদের সুরক্ষা প্রয়োজন। এজন্য আমার দায়িত্ববোধ থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় এলাকার কিছু সাংবাদিকদের দিতে পেরে কৃতজ্ঞ।
দুর্যোগ মুহুর্তে স্বাস্থ্যসেবাসহ সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই বলেও তিনি জানান।